(১)
অভদ্র দের ঘরে ডাকি না
অভদ্র দের ঘরে যাইও না
নিরিবিলেতে থাকি,
তাকিয়ে দেখি--
চারিপাশে অভদ্রের ভীড়
বুঝে যাই--
মানুষ তো ভদ্রতা হারিয়েছে সেই কবে--
ভাবছি--
আগামী প্রজন্ম কতটা ফলভোগী হবে?
                                    (২)
কালোদের দেখে সাদারা মুখ বেকায়
বলে--'এত কালো তোরা--
কি আনন্দে কি দুঃখে
তোদের অভিব্যক্তি বোঝা দায়!
কালোরা হেসে বলে--ঠিক বলেছিস--
শৈশবে তোরা যেন গোলাপ ফুল
যৌবনে উজ্জ্বল সূর্য,
আর বার্ধক্যে ধুসর--
এত ঘন ঘন রঙ বদলাস তোরা
নিঃসন্দেহে তোদের বহুরূপী বলা যায়........


বিঃদ্রঃ-- দ্বিতীয় কবিতাটা এক নিগ্রো বালকের কবিতার ভাবানুবাদ!