(বাড়ি)
বনেদী বাড়ি--
শহরের নির্জনতায়--
আবছা অন্ধকারে দাঁড়িয়ে দেখি
দরজায় তালা!
বুঝি বাড়িতে কেউ নেই
বাড়িটা যেন অনুচ্চারিত প্রেমের শব!
অলক্ষ্যে কেউ বলে ওঠে--
যে বাড়িতে কেউ থাকে না
সে বাড়ি কি করে বেঁচে থাকে?
ইট কাঠ পাথরে গড়া বাড়ি
বেঁচে থাকে মানুষের মায়ায়..............
                                   (মানুষ)
প্রত্যেক মানুষের একটা মুখোশ থাকে
সেটা পড়ে যখন সে
সমাজের সামনে দাঁড়ায়,
সমাজ সেই মুখোশটাকে চিনে নেয়
আর তার দাম দেয়---
মুখোশ ছাড়া মানুষটা বড়ই অসহায়,
নির্জনে পড়ে থাকে অবহেলায়...............