(মারাঠি কবি কুসুমাগ্রজ এর 'সমিধা' কাব্যগ্রন্থের কবিতার বাংলা ভাষায় চেষ্টাকৃত রূপান্তর)
শুনেছি জয়ধ্বনি--
শুনেছি--
সৈনিকদের কল্পনাতীত
একুশ বন্দুকের সেলামি,
পেয়েছি--
নানা ফুলে সাজানো
তোমাদের ফুলহার খানি!
ফাঁসির দড়িতে ঝোলার আগে
জানিয়েছি--
আমাদের আজন্ম লালিত স্বপ্ন খানি--
গৃহহীনেরা ঘর পাবে
বস্ত্রহীনেরা কাপড় পাবে
ভুখারা তৃপ্ত হবে অন্নজলে,
পরাধীনতা দূর হলে!


জয়ধ্বনি থেমে গেছে--
মধ্য রাতের নিস্তব্ধতায়
আমাদের স্বপ্নের টুকরোগুলো মুখে নিয়ে
খেলছে একদল শকুনি---
তাও দেখেছি................