(পাতাল)
যতটা জানা--
পৃথিবীর রঙ সবুজ--
মঙ্গলের রঙ কমলা--
আচ্ছা পাতালের কি রঙ?
সমস্বরে উচ্চারিত হলো--
ধূসর.........ধূসর........ধূসর
নীচে নামতে নামতে,
আমরা তাই
বিবর্ণ হয়ে যাই.................
                      (মানুষরূপী ভগবান)
ধুলোকাদার রুটিপান্তার মানুষগুলো
অন্যের দুঃখ দেখে
ব্যথাতুর হয়ে--
সাহায্যের হাত বাড়িয়ে দেয়,
সামান্যের ধুলোময়লা ঝেড়ে
অসামান্য হয়ে ওঠে,
চাঁদ সূয্যি তারা
অবাক হয়ে--
মানুষের মাঝে ভগবানকে দেখে,
আলো ছিটিয়ে সম্বর্ধনা জানায়.......