(প্রশ্ন চার এর পরে প্রশ্ন পাঁচ--পাঠকের উত্তরের অপেক্ষায়--সব প্রশ্নের উত্তরের ব্যাখা আলাদা করে দেবো)


প্রতিষ্ঠিত কবি--
ছন্দের সব বৃত্তকে বেঁধে
অনুপ্রাস আর উপমায়
শব্দের অভিনব রূপ এঁকে,
সাজিয়ে দিলেন কবিতা
আর অমনি তা
বৈজয়ন্তী হয়ে উড়তে লাগলো--
পাঠক অভিনন্দন জানালো!


সাধারণ কবি--
ছন্দ নেই,উপমা নেই
অলঙ্কার বলতে এক ব্যতিক্রমী ভাবনা
কিছু আটপৌরে কথায়,
যেই উচ্চারণ করলো--
শ্রোতা তথা পাঠক উঠে দাঁড়িয়ে
কবির গলা  জড়িয়ে ধরলো!


আচ্ছা বলো তো
কে সফল হলো?
যে অভিনন্দন পেলো
না কি যে মুগ্ধ করে দিলো.........