খালি আকাশের ঠিক নীচে
আমি ভাসমান--
এখানে কোনো পাপ-পূণ্য নেই,
কোনো অন্তর্যামী চোখ
আমার দিকে তাকিয়ে নেই--
এখানে আমি এক স্বাধীন সত্তা
জবাবদিহি করা বা বিচারের ভয়ে ভীত নই,
হারিয়ে বুঝেছি--
মাটির জীবনই স্বর্গ--
দেহ ছাড়া পাওয়ার বা হারানোর কিছু নেই!


জীবন হারালে আমরা সবাই ভাসমান......