(আসরের সব কবিবন্ধু আর পাঠককে--ঈদ মোবারক )


( ২৯/৯/১৪ তে প্রকাশিত কবি সোমদত্তা মৈত্রের ইংরাজি কবিতা 'মিষ্ট' এর চেষ্টাকৃত ভাবানুবাদ.....)


তাকে আসতে দেখে--
আমি দুচোখের অশ্রুকে
বেঁধে নিলাম আঁচলে
আর তক্ষুনি তুমি ফিরে এলে!
তাকে এগোতে দেখে
আমি ঝাপ দিলাম
নিথর হৃদয়তরঙ্গে--
আর অমনি বেজে উঠলো রাগ ভৈরবী!
তোমার দু বাহুর ঘেরাটোপে
ধরা দিয়ে
হারিয়ে গেলাম আবেগী ঝর্ণায়,
আর সচকিত হয়ে দেখলাম
সে আমার দোরগোড়ায়!
ঘরভর্তি রহস্যময়ী কুয়াশায়
তোমার সুবাসিত স্বেদগন্ধ নিয়ে
মিশে গেলে
পূরবীর মত অনায়াসে,
বুঝে গেলাম--
কুয়াশা স্বপ্নের স্মৃতিকে ঢেকে রাখে
অলৌকিক বিভাসে...........