(মাদল)
মুখে যা বলি
কাজে ঠিক উল্টোটা করি
যেদিন--
কথা আর কাজ
এক হয়ে যায়
স্থির বাতাসও মাদল বাজায়!
                                      (বিবর্তন)
হারানো যৌবন
যেন শুকনো ফুলের মালা
বুঝিয়ে দেয়
বসন্তের শেষে
এখন শীত ঋতুর পালা!
                                     (ভোর)
জমিয়ে মজা করবে বলে
রাতগুলোকে সক্কলে
নিবিড় করে ধরে রাখে,
আমি শুধু ভোরের প্রত্যাশায় থাকি
কেননা প্রত্যেকটা ভোরই তো
বেঁচে থাকার বার্তা নিয়ে আসে!