( প্রশ্ন এক দুই তিন চার পাঁচ এর পর এই প্রশ্ন ছয়--
প্রশ্নগুলো দ্ব্যর্থক--সুপ্রিয় পাঠকের উত্তরের প্রতীক্ষায়)


ছোটোবেলায় বাবার হাত ধরে হাঁটছি
হঠাৎ কুলপি খাওয়ার জিদ ধরলাম
হলো না--
এক পয়সার লজেন্স মুখে পুরে
আপোষ করলাম!
যৌবনে--পছন্দের মেয়েটাকে
জীবনসাথী করবো ভাবলাম,
যথাযোগ্য না হওয়ায় খারিজ হলাম
একাকী থেকে আপোষ করলাম!
চাকুরীতে মোসাহেবী করবো না বলে
বিরোধ করলাম--
সময়ানুযায়ী আপোষ করে
একই অবস্থানে পড়ে রইলাম!
অন্ধকার রাস্তায় হাঁটছি
হঠাৎ কেউ যেন--'বাচাও!বাচাও' বলে
চেঁচিয়ে উঠলো--
দেখি--ঝোপের ধারে
একদল নোংরা মানুষের ঘেরাটোপে
আবদ্ধ এক যুবতী--
এই প্রথম আপোষ না করে
আমি ওদের ঊপর ঝাপিয়ে পড়লাম!
আর একটু পরেই
বেওয়ারিশ লাশ হয়ে পড়ে রইলাম!


আচ্ছা বলো তো--কোনটা ভালো
আপোষ করে বেঁচে থাকা
না বিরোধ করে শহীদ হওয়া?