কুশলীর কলকৌশলে সমৃদ্ধ হয়ে
মাটিতে পা রাখলাম--জানতে চাইলাম
বাঁচতে গেলে কি কি চাই?
শুনে--
প্রথমেই বুক চিতিয়ে এগিয়ে এলো
হিংস্রতা
আমি তাকে কাছে টেনে নিলাম,
পিছু পিছু হাসতে হাসতে হাজির হলো
নগ্নতা
আমি তাকেও গায়ে জড়িয়ে নিলাম!
সবাই অবাক হয়ে দেখছে দেখে--শুধোলাম
হিংস্র আর নগ্ন না হয়ে
কি বেঁচে থাকা যায় এই জমানায়?          
যা হোক এবার একটু ভালোদেরও ডাকি
তাই করলাম--
খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো
সহৃদয়তা,মানবিকতা,সখ্যতা
আমি প্রায় উপকরণসম্পূর্ণ হলাম--
শেষ চাহিদা----- ভালোবাসা
তাকে ডাকলাম থুড়ি প্রাণভরে আহ্বাণ করলাম!
সে এলো না--মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলো
মৃদু স্বরে বলে উঠলো
যন্ত্রে নয়--
ভালোবাসা শুধু রক্তমাংসের শরীরেই মানায়........



সূত্র:সাইবর্গ--ভার্চুয়াল তথা যন্ত্রমানব!