একশো তলার সর্বাধুনিক ফ্লাট
এই ঘরে আলোবাতাস
সবকিছুই নিয়ন্ত্রিত ছকে বাঁধা,
এমনকি নিয়ন্ত্রিত ভালোবাসা!
এই ঘরের দরজা জানালা ঝাড়বাতি
সবাই আমাদের সমীহ করে
কেননা আমরা ধনবান আর তাই মহান,
মাটির মানুষ হয়েও যেন
আমরা ভরছি উড়ান!
অথচ সব পেয়েছির আসরে বসেও
আমরা ম্রিয়মান--
ভাবছি মধুক্ষরা জীবন তুমি কোথায়?
একদিন নীচে নেমে এলাম
দেখি--আধুনিক স্থাপত্যে বাঁধা
ওভার ব্রীজের তলায়
ছেড়া চটের থলিতে ঘেরা বে আব্রু সংসার
কার?
অলক্ষ্যে ঘোষিত হয়--
যে দিন আনে দিন খায় তার!
এই গেরস্থালির সবকিছুই অনিয়ন্ত্রিত
শুধু রোদ বাতাস
টাইমকল এর জল অবারিত!
কাঠের জ্বালানিতে সেদ্ধ ভাত খেয়ে
আর ছেড়া কাথায় শুয়ে শুয়ে
স্বপ্নে ওরা অনেক উচুতে ভাসমান!
মুখ ফসকে বেরিয়ে গেল--
ও জীবন  সত্যি তুমি আছো
বড় বেশী করে আছো
দুঃখকে গলা জড়িয়ে................