(স্বর্গের সিড়ি)
স্বর্গের সিঁড়িতে পা রাখা
আর নরকে এক ঋতু কাটানো
দুটোই অসাধ্যপ্রায়--
উভয়ের প্রবেশমূল্য একই--খ্যাতি
হয় সুখ্যাতি নয় কুখ্যাতি,
সাদামাটা লোক--
আমার যে কোনোটাই নেই
তাই মৃন্ময়ী মাটির পায়ে পড়ে রই
অনন্তকাল.........
                           (গরীব)
জুতোসেলাই থেকে চন্ডীপাঠ
যাবতীয় কাজ করে
খেটে খাওয়া মানুষের হাত--
তার চোখ
শুধু দেখে ধন্য হয়,
আর ধনী হৃদয়
ভালোবাসা বিলিয়ে নিঃস্ব হয়....
                        (আরক্ত কুসুম)
ঠোঁট কৃষ্ণচূড়ার চেয়েও গাঢ় লাল
শরীর বিপজ্জনক ভাবে উন্মুক্ত
রতি ও প্রকৃতি
এক হয়ে আছে অন্বেষনে--
টালমাটাল যৌবন
মজে আছি আরক্ত কুসুমে.....