(১)
কুঁড়িকে আগলে রাখে আবেশে
জানে
ফুটলেই সুবাস ছড়াবে চারিদিকে
পৃথিবীর জঘন্যতম লোকও
ফুলকে ভালোবাসে.................
                                          (২)
ইস্কুলে যাচ্ছে মেয়ে
ভারি--'অপরূপা'
সাত পাকে বাঁধা পড়তেই
যেন--'শতরূপা'
শেষমেষ
সবকিছু বিলিয়ে নিঃস্ব হয়ে
ঘরের কোনায় পড়ে আছে
একসময়ের--'রূপকথা'
                                       (৩)
যখনই দেখে--চোখ লাল করে
বুলিতে ধমক-ধামক
বাড়ি ছাড়তেই শিশু আত্মহারা
বাবা'রা ভারি বেয়াড়া!
ছেলের বড় বাড়ি--বড় গাড়ি
ছেলে মানুষ হয় (হয় কি?)
বাবার হম্বিতম্বি মাটিতে লুটোয়
চোখে ভাসে নির্বাসনের ইশারা!
                                      (৪)
চারিদিকে চঞ্চল যৌবনের আবহ
শুধু এই বাড়ির হাওয়া মূকবধির,
একদিন যারা সংসার সুখে ভেসেছিলো
আজ দুঃখে স্থির--
কি আশ্চর্য!
বৃদ্ধাশ্রমের নাম--'স্বপ্নকুটির'!