(কাগুজে বাঘ)
অনেকদিন যুদ্ধ ছেড়েছি--
তবুও অন্যায়ের বিরুদ্ধে মাঝেমধ্যে গর্জে উঠি
লোকে মুখ টিপে হাসাহাসি করে--বলে
" ঢাল নেই, তরোয়াল নেই--নিধিরাম সর্দার"
" যতটা গর্জায়--ততটা বর্ষায় না "
সত্যিই তাই--
শুধু আমি কেন--আমরা সবাই
'কাগুজে বাঘ '
দেওয়ালের শোভা হয়ে
ক্যালেন্ডারে দোল খাই..........
                                        (আশা)
প্রতিবাদী কবিতা লিখি--
কিন্তু কাজী নজরুল সাহেবের মত পারি কই?
ছন্দমধুর মনোজ্ঞ গীতিকবিতা লিখি
কিন্তু কবিগুরুর মত পারি কই?
ধানসিড়ি,ঘাসফুলের ব্যঞ্জনায় কবিতা লিখি
কিন্তু জীবনানন্দের মত পারি কই?
ভিন্নতর আবহে ভাসমান কবিতা লিখি
কিন্তু বুদ্ধদেব বসুর মত পারি কই?
বিশিষ্ট কবিদের সমকক্ষ হওয়ার দুঃসাহস আমার নেই
শুধু যত্ন করে লিখে যাই মনকথা
কিছু সুখ কিছু দুঃখ কিছু ব্যথা,
পাঠকের শুভ্রতার কাছে
আমি প্রেম ভিক্ষা করি
যদি পেয়ে দিগ্বিজয়ী বনে যাই..............



বিশেষঃ- উদ্ধৃতিগুলো কবিতার ভাবের সামঞ্জস্যের জন্যে ব্যবহৃত!