মনের অবচেতনায়--
কিছু রমনীয় কথা আত্মগোপন করে ছিলো
রূপ থেকে অরূপে যাত্রা করা
ছিল তাদের অন্ধ অভিলাষ!
কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দিলাম
'কথার অন্তরের সুর' কে
সমিল মায়ায় বেঁধে নিলাম,
আর অমনি--
একটা লাবণ্যময়ী কবিতার আবির্ভাব হলো,
ইঙ্গিত প্রতীকে রূপকে উৎপ্রেক্ষায়
সে যেন ভাষাতীত হয়ে
পাঠকের গলা জড়িয়ে দোল খেতে লাগলো......


আচ্ছা বলো তো--
কবিতা কি অভ্যাসে লেখা হয়
নাকি
চেতন অবচেতনের আলোআধাঁরিতে জন্ম নেয়?