বসে আছি
            জ্যোত্স্না মেখে
                             আঢাকা শরীরে!
আসবে পুরুষ বিভোর
                 টেনে নেবে
                             ঘোর অন্ধকারে!
অন্ধকার কই--আজ তো পূর্ণিমা
বলে বিভোর--তাহলে চল
জল ভেবে জ্যোত্স্নায় লাফাই
গলে যাওয়া জ্যোত্স্নায় শুয়ে রই
হেঁটে বেড়াই চন্দ্রায়তনে,
ভেঙে ফেলি স্থবিরতার ভিত
বয়ে যাই উত্পীড়নের উজানে!
চোখ রেখে চোখের গভীরে
ঠোঁটে ঠোঁট চেপে ধরে উচ্ছাসভরে


বলে বিভোর
চল উদোম হয়ে আমরা দুজনে
উড়ি জ্যোত্স্নার তুফানে!


বুঝলাম--কি করে পূর্ণিমা
নদীতে জোয়ার আনে.....