( এই কবিতাটা ১৫/৭/১৩ তে প্রকাশিত--ভেবেছিলাম এবার সোনার বাংলার বই মেলায় যাবো--'শতরূপে ভালোবাসা'র টানে
আর অনেকদিনের ইচ্ছাপূরণে((বাংলাদেশ ভ্রমনে),আশ্চর্যের বিষয় মহামান্য এডমিন আর মহামান্য বিচারক মন্ডলী আমার কবিতা দুটো খুঁজেই পেলেন না তাই শতরূপে ভালোবাসায স্থান হল না! জানি না কেন বর্জিত হলাম?--এ যাত্রা আর যাওয়া হল না--তাই এই কবিতাটা পুনঃপ্রকাশ করলাম)


(দেশ বিভাজনের সময় বাবা-মা ছেড়ে আসেন ওপার বাংলা অধুনা বাংলাদেশ-সেই অর্থে প্রবাসী'!বাবা-মা'র মুখে অনেক গল্প শুনেছি সোনার বাংলার-তার প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা,মানুষজনের কথা,ইচ্ছা করে দেখে আসি মোহিনী বাংলাকে--সম্ভব হয়নি আজ অবধি--তাই সেখানের ভাইবোন,্বন্ধু বান্ধবের কথা ভেবে.........)


ছুতোনাতায় আমাকে ছুয়েঁছে অসুখ বারেবারে
অবশ্য সুখও রাখে নি অচ্ছুত করে!
খেলাচ্ছলে আমার শুরু
খেলাচ্ছলেই হবে শেষ!
দুদন্ড কৌতুক দুদন্ড আশ্লেষ,
সুখ অসুখ গায়ে জড়িয়ে
এই তো. আছি বেশ!
তোমরা কেমন--মাগো! সখাসখী,ভাইবোন
আর আমার ফেলে আসা
রং বেরং সাহিত্যে রাঙানো--ওপার বাংলা
আমার শ্যামলবরণ দেশ!
তোমরা কেমন.....................