(১)
মানুষের অভিমান
থোড়াই কেয়ার করি
আমি যন্ত্রমানুষ
যন্ত্রে ঠাসা আমার ঘরবাড়ি!
অচিন পাখি উড়ে যেতে যেতে
বলে গেল--
মানুষের অবয়বে অতি নিকৃষ্ট
যন্ত্রের সাথ দেয় সতত
পক্ষপাতদুষ্ট.........পক্ষপাতদুষ্ট....
                                           (২)
বুক চাপড়াচ্ছে না
হাহাকার করছে না
শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদঁছে,
স্তব্ধতা বুঝিয়ে দেয়
কাল রাতেই তার প্রিয়জন
না বলে--
ঘুমের মাঝেই চলে গেছে!
কত না বলা কথারা
মাটিতে লুটোপুটি খাচ্ছে........
                                        (৩)
উত্তপ্ত পিচের রাস্তায়
বিখ্যাত ব্যক্তিরা নগ্নপদে
মরদেহ বহন করে হেঁটে যাচ্ছেন,
পুষ্পবৃষ্টির মত ঝিরঝিরে বৃষ্টিতে
মৃত রবীন্দ্রনাথ ভিজছেন--
সত্যি মরণ ভারি নিষ্ঠুর
শ্রীমানকেও শ্রীহীন করে দেয়......