বৃষ্টি যেন জমে থাকা গোপনকথা
ঝরলেই ভিজে যাই স্নিগ্ধস্নানে
ধন্য হয়ে বিভোর হই মাটিলেপা উঠোনে
শ্রাবণী কবিতায় লেখা হয় অন্তরঙ্গতা!
পাহাড়ের কোল ঘেঁসে সাজানো সূর্যোদয়
মনটা পাখি হয়ে আকাশে উড়ে বেড়ায়
কু ঝিকঝিক করতে করতে বিকেলের ট্রেন চলে যায়
যেন বলে যায়--আমার মত যারাই আসে
তারা একদিন চলে যায়--শুধু যায়
অন্য কোনো ঠিকানায়...................