( পাঁচশত তম কবিতাটা নিরপেক্ষ কবিতার আসর'কে উত্সর্গ করলাম)


সাদামাটা লোক--
পায়ের নীচে শোকক্লান্ত মাটি
চোখে স্বপ্নের বৈজয়ন্তী
পুটলিতে বাঁধা সামান্য সঞ্চয়
দীপ্ত ভঙ্গিতে অনাবৃত প্রত্যয়--
আমি সবার মন জেতার চেষ্টা করি
অন্যেরা বলে ভালো প্রয়াস
তবে সফল হতে হতে
অনেক দেরী হয়ে যায়--
তারচেয়ে ভালো ছিনিয়ে নেওয়া
যা চাই তা নিমেষে হাতের মুঠোয়--
অনেকদিন পর--আমি থেকে যাই
অন্যেরা হারিয়ে যায় অজানায়--
আমার বাউল হৃদয়
সৃজন উত্সবে আমন্ত্রিত হয়--
আমি অর্ধমৃত শব্দদের বাঁচিয়ে রাখি তপস্যায়,
স্বপ্নে দেখি--
আলখাল্লা পরা এক দীর্ঘদেহীর সমৃদ্ধ হাত
আমার হাত জড়িয়ে নেয় আদরে--প্রত্যাশায়,
আদ্র উচ্চারণে আমার সমস্ত বর্ণমালা
সৃজন উত্সবের অনন্তমূহুর্তের দিকে ছুটে যায়
আর পাঠকেরা উল্লাসভরে কুড়িয়ে নেয়,
আমি ধন্য হয়ে যাই
তাদের আন্তরিকতার স্পন্দনের মূর্ছনায়...........