নাচগান--ঠাকুর প্রণাম
বসন্তপঞ্চমীতে বাসন্তীরঙা শাড়ি,
দিন ছিল ভারি আহামরি--
ভাবছে বসে ভার্চুয়াল কিশোরী!


হাঁকডাক--ছুটোছুটি
আড্ডা মারা--সিনেমা যাওয়া--
দিন গুলো ছিল যেন
অজানা বাইপাসে হারিয়ে যাওয়া,
ভাবছে বসে ভার্চুয়াল যুবক!


রক্তমাংসের মানুষে ভরা
সে দিনগুলো ছিল জ্যোতিষ্মান--
এখন ভার্চুয়াল দ্রুতিতে বেগবান
অথচ আন্তরিক দ্যুতিতে ম্রিয়মান!


বলো তো একি--
উত্তরণ নাকি পতন নাকি উত্তরণ নাকি পতন?