(২০২০-২১ এ আমরা অনেক কে হারিয়েছি--আগত ২০২২ এ আমরা শঙ্কায়--কি জানি কি হয়? বিগত-আগত বছরের মেলবন্ধনে কবি 'গ্যাব্রিয়েল ওকারা' কিভাবে ভেবেছিলেন-- 'নিউ ইয়ারস ইভ মিডনাইট'
কবিতার বাংলায় ভাবানুবাদ...)


মৃদু ঘন্টাধ্বনি
প্রয়াত বছরের সন্তাপে,
আমার হৃদয় তরঙ্গ বাজে বিষাদে
বিচ্ছিন্নতার সুরের আবহে
গুঞ্জরিত ' নুঞ্চ দিমিত্তিস'--
অপূর্ণ সব আশাকে বিদায় জানিয়ে
নিশ্চুপ উৎকন্ঠায়
নতুন বছরের অপেক্ষায় দাঁড়িয়ে,
বিগত স্বপ্নগুলো
আবদ্ধ প্রেতপুরীর আঙিনায়,
আর স্বপ্নাতীত স্বপ্নেরা
বিগলিত কিরণে মিশে যায়!
গির্জার বিলীয়মান ঘন্টাধ্বনি
স্মৃতিবিজড়িত হয়ে সমুদ্রে
বৃষ্টির মতন ঝরে যায়!
একটু পরেই
উল্লসিত ঘন্টানাদ
নতুন বছরকে স্বাগতম জানায়--
আর সবার ''হৃদকমলে ধুম লেগে যায়''!
আমি দেখি অবগুন্ঠিত বিষাদ
নিষ্প্রভ উজ্জীবনের আলোয়
হৃদয় আচ্ছাদিত পথ বরাবর
নদীতীরের দিকে হেঁটে যায়!
আমরা কি তবে সন্তপ্ত হয়ে
মৃত বছরের শব আগলে বসে আছি
এক অলৌকিক নতুন বছরের জন্মের প্রত্যাশায়?