অনুলেখা ১৮
প্রনব মজুমদার
(কাল হ্যাপি ফাদার্স ডে তে মেয়ে কেক এনেছিল,কেক কাটার পর
ছেলে-মেয়ে বললো--মা(অনুলেখা) কে নিয়ে কিছু বল--বললাম...)


(১)
ইস্কুলে যাচ্ছে মেয়ে
ভারি 'অপরূপা'
সাত পাকে বাঁধা পড়তেই
যেন 'শতরূপা'
আজ সে কোথায়?
আমার হারানো 'রূপকথা...
(২)
'মা' শব্দ টা খুব ছোট
না থাকলে
পৃথিবী অনাথ হয়ে যায়,
'বাবা' শব্দ টা অপেক্ষাকৃত বড়
ছাতা হয়ে রোদ সামলায়,
কিন্তু  মা'র চোখে একরাশ করুণা
হাতে বরাভয়
মা'র মত কেউ কি হয়
কেউ কি হয়?






বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...