( বিখ্যাত মানুষদের পরিচয় সবারই জানা--সাদামাটা মানুষেরা কিভাবে নিজেদের পরিচিতি দেয়? এক বস্তিবাসী যুবক আর এক অটোরিক্সা চালকের পরিচয় এই কবিতায়)
                                            (১)
বাবা যেন ক্লান্ত পথিক
আর মা ঠিক মমতার নদী
ধীরে বহমান--
সাজ-পোশাকে ভারি মলিন
আমি একমাত্র সন্তান
নাম অম্লান--
টার্গেট--অনেক উচুতে উড়ান.........
                                            (২)
সকাল থেকে দুপুর
দুপুর থেকে রাতের অন্ধকার
সায়ন থেকে বান্দ্রা
সবাইকে অটোতে করি পারাপার,
গভীর রাতে--
ভাড়া করা ঘরে--প্রতীক্ষায়
স্ত্রী রোহিনী,মেয়ে সংস্কৃতি
আর ছেলে সংস্কার--
আমরা গুনতিতে চার
গরীবের সংসার...........




বিশেষ-দ্বিতীয়টা একটা অনুবাদ কবিতার পুনঃগঠন!
সূত্র--সায়ন ও বান্দ্রা ভারতবর্ষের বম্বে শহরের দুটি জায়গা!