ধূসর পৃথিবী--সবুজের চিহ্নমাত্র নেই
নদী নেই সমুদ্র নেই
সুখদুঃখের গল্প বলা ব্যঙ্গমাব্যঙ্গমী নেই
এমনকি চকিত করে দেওয়া
কোনো চকোরী লাবণ্যময়ী ও নেই,
অথচ একসময়
পাগলের মতন বেহালা বাদনের সাথে সাথে
কেঁপে উঠতো হাওয়া
আর আমাদের নোংরা পোষাকের নীচে
শুচি বয়ে যেত--
এখন সেই হাওয়াও নেই,
আর কি আশ্চর্য! নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে জেনেও
আমরা বেঁচে আছি--


অলক্ষ্যে ধ্বনিত হয়--
মানুষ কখনো হারে না,
বিপ্রতীপ অবস্থায়ও
স্বপ্নের বৈজয়ন্তী উড়িয়ে
সতত বেঁচে থাকে স্বমহিমায়............