কবির দেখার চোখ আছে
আছে তীব্র সংবেদন,
সমাসোক্তি অলঙ্কার উদ্ভাসিত হয়
তার উচ্চারণের তীব্রতায়!
ভ্রমণক্লান্ত পায়ের নিচে
আলগা মাটি--
তবুও প্রবল আশাবাদী কবি
ভাঙনের পথ পার হয়ে
সৃষ্টির উত্সবে হেঁটে যায়!
পথে নয়--সাদা পাতায়
ছিন্নমূল মানুষের শূন্যতা আর হাহাকার নিয়ে
তার প্রতিবাদী শব্দচিহ্ন পড়ে থাকে একা
এই প্রত্যাশায়--
যদি কেউ সাথ দেয়
যদি কেউ সাথ দেয়.....


আচ্ছা বলো তো--
বিপ্লব থেকে কবি নাকি
কবি থেকে বিপ্লব জন্ম নেয়?