( আগে প্রকাশিত----' মানুষ কই তৃতীয় পর্ব'র শেষ স্তবক.........)
আয় মানুষ একটু জিরো--তোকে হাতপাখায় হাওয়া করি
দ্যাখ প্রাচীন বটও জানে--প্রয়োজন হলে মানুষই ঈশ্বর বনে যায়--
আয় মানুষ তোকে গড় করি
না না গলা জড়িয়ে ধরি আর পুনরাবৃত্তি করি--
' মানুষ হয়ে জন্মেছি--মানুষ হয়েই যেন মরি'......।


আক্ষেপে মরে গেলাম--
অনেক বছর পরে
কুশলীর কৌশলে সমৃদ্ধ হয়ে
মাটিতে পা রাখলাম আর জানতে চাইলাম--
আচ্ছা বাঁচতে গেলে কি কি চাই?
প্রথমেই বুক চিতিয়ে এগিয়ে এলো হিংস্রতা
আমি কাছে টেনে নিলাম--
পিছু পিছু হাসতে হাসতে হাজির হলো নগ্নতা
আমি তাকেও গায়ে জড়িয়ে নিলাম--
চারিদিকে তাকিয়ে দেখলাম --কই কেউ তো অবাক হয়ে দেখছে না
শুধু শুধু গাছপালা,জীবজন্তু,কীটপতঙ্গ আর পাখিরা তারস্বরে চিত্কার করছে
মানুষ কই--মানুষ কই--মানুষ কই--মানুষ কই----মানুষ কই-------


সাইবর্গরা হাঁটছে ম্যাডাম টুসাডের মোম মিউজিয়ামের দিকে............



সূত্র--সাইবর্গ-ভার্চুয়াল যন্ত্রমানব!