জীবনের এক-একটা দুপুর
শূন্য ঘোলাটে--
থমকে তাকিয়ে আমার দিকে,
আমি গ্রীষ্মের নিষ্কম্প পাতার মত
নিশ্চল তাকিয়ে দেখি তাকে--
মনের আঙিনা নির্জন প্রান্তরের মত বিষন্ন
নিঃসঙ্গ আমি আলপথ ধরে হাঁটি অবকাশে
পথের শেষে--
দেখি-- ঘাসের গালিচায় শুয়ে আছে অনুগামী ছায়া
আমার বুক ভরে ওঠে
কিছুটা যন্ত্রণায় কিছুটা ভালোবাসায়
আচ্ছা বলো তো
ছায়ার মত সত্যি অনুগামী
কেউ  কি হয়......কেউ কি হয়?







কৃতজ্ঞতা-ছায়ান্তর!