দামি রেস্তোরাঁর বারে
সারিসারি সাজানো বোতলে
ভদকা-স্কচ-জিন -রাম
কিন্তু এখন আমার তেষ্টা নেই!
টেবিলে
থরে থরে সাজানো
প্রন-ক্রিস্পি চিকেন-মাটন-ক্রাব
এখন আমার খিদেও নেই!
আমি মেনু কার্ড নাড়াচাড়া করছিলাম
হঠাৎ একটা স্কিনটাইট ড্রেস পরা যুবতী এসে বললো
আমি সদ্যপ্রকাশিত আধুনিক কবিতার মত
আমাকে খুলে খুলে পড়ো
আর কাব্যমঞ্জরীর আঘ্রাণ নিয়ে বিভোর হও--
সচকিত হয়ে
কুটিরের ভাঙা আয়নায় দেখি--
একটা হাড়-হাভাতে
পান্তা ভাত খাচ্ছে
আর ভাতের গন্ধে তার চোখ বুজে আসছে আবেশে--


স্বপ্নরা ভারি অসভ্য
বয়সের বাছবিচার করে না
যা ইচ্ছা তাই দেখায়
কখনো ঘর ভাঙে কখনো ঘর বানায়
নিরালায়............



বিশেষ-কবিতার মূল আধার 'প্রতিটা মানুষ একটা বই'
         প্রেরণা ও কৃতজ্ঞতা--শ্রদ্ধেয় সুবোধ সরকার