(ইউথ্যানাসিয়া--গ্রীক শব্দ যার অর্থ সুমৃত্যু তথা ইচ্ছামৃত্যু,
আরোগ্যহীন যন্ত্রণার থেকে মুক্তি পাবার জন্যে--বিয়াল্লিশ বছর ধরে
বেদনাকাতর অরুনা শানবাগ এর ব্যাপারে ভারতবর্ষে অনেক তর্ক-বিতর্ক হয়েছে--গতকাল (সোমবার) অরুনা মারা গেছেন)


'জীবন' এর দুচার কথা--অরুনা শানবাগ এর উদ্দেশ্যে......


' আছি তোর ফাগুনের দিনে
ঘোর বর্ষায়,
আছি তোর গল্প কবিতায় গানে
আছি মান-অভিমানে '
সত্যি করে জড়িয়ে আছি
তোর সমগ্র সত্তায়--
এই কথা বলে জীবন
অরুনার কাঁধে হাত দেয়......


বসন্ত কবেই হারিয়ে গেছে
যাই যাই করে হেমন্ত
উদাস হয়ে
' শীতঘুম' এর ইচ্ছায়--
জীবনের একটা আলাদা গন্ধ
আলাদা রঙ আছে
মরণের কিচ্ছু নেই
সে আসলে
সব গন্ধ সব রঙ হারিয়ে যায়..........



বিশেষ-১৯৭৩ সাল  থেকে অরুনা হাসপাতালের  ওয়ার্ড বয় দ্বারা অত্যাচারিত হয়ে মুম্বাই এর হাসপাতালে ভর্তি ছিলেন!