(১)
দৃষ্টি নেই তাতে কি
অশ্রুতো আছে
অন্ধ কেঁদে বোঝালো আমাকে
কি করে চোখের জল
মালিন্য ধুয়ে দেয়
                                           (২)
সাহায্য ভুলে যাই
ধোকা মনে গেঁথে রয়
ধোকাই তো শেখায়
জীবন শুধুই  গোলাপের মত নয়
                                          (৩)
অহরহ সংশয়
কতটা পেলাম
আর কতটাই বা হারালাম
হিসাবনিকাশের খাতায়
রোজই খুন করি নিজেকে
প্রাপ্তির সম্ভাবনায়
                                         (৪)
বন্ধু বলে হাত বাড়ালাম
গলা জড়িয়ে ধরলে
বুঝে গেলাম
ভালোবাসার ফাঁদে ফেললে
আমিও যাপনে বিভোর হলাম