মানুষ--আমরা ক্রিয়েটিভ তথা সৃজনশীল
সবুজ--আমরা কন্ জারভেটিভ তথা সংরক্ষনশীল


আমরা কবিতা লিখি,গান গাই
আমরা ছায়া দিই,প্রকৃতিকে সাজাই


আমরা প্রগতিবাদী,জীবনকে আগে বাড়াই
আমরা মায়াবাদী,জীবনকে আঁকড়ে দাঁড়াই


আমরা বিবর্তনবাদী আর গতিশীল
আমরা সাম্যবাদী আর স্থিতিশীল


কলহশেষে মানুষেরা জিতে যায়--
অনেক বছর পরে--
সুসজ্জিত শহর!সুন্দর রাস্তাঘাট!
ছবির মতন সাজানো ঘরবাড়ি--
শহরবাসী নাচে গায়
একে অপরের সাথে না রাখে ভাব
না করে আড়ি
কারো রাগ নেই তাই অনুরাগও নেই
ব্যতিক্রম বলতে
এই শহরে কোনো বাগান নেই--


শেষ প্রজন্মের মানুষ ভাবছে
এই ধূসর পৃথিবীতে
'এক মিনিট নীরবতা ছাড়া
প্রয়াত বন্ধুকে দেবার কিছু নেই'........



(বিশ্ব পরিবেশ দিবসের সৌজন্যে)