শূন্য খাঁচার ধারে বসে একাকী
ভাবছি তবে কি মুক্তি পেল পাখি?
কেউ বললো--
'বেঁচে থাকার কি যে জ্বালা'.........
অমনি আর একজন বলে উঠলো
' জীবন তোমাকে জ্বালিয়েছে বটে
তুমিও তার আদর বোঝো নি'......
জীবনের আর এক নাম জননী
তুমি কাউকে কিছু দেবে না জেনেও
দ্যাখো--কিরকম স্নেহে তোমাকে জড়িয়ে রেখেছে আঁচলে
যাতে কেউ কেড়ে না নেয়--
দূর থেকে মুচকি মুচকি হাসছে হতচ্ছাড়া মরণ
যেন বলছে একদিন আমি জিতে যাবো--


" ও ধনী মানুষ, ও গরীব মানুষ, ও কারখানার মানুষ, ও মাঠঘাটের মানুষ,
ও রাস্তার মানুষ, ও সত্যি মানুষ, ও মিথ্যে মানুষ............
তোমরা সবাই বেঁচে থাকো..............."