অনুলেখার সাথে আলাপচারিতা
প্রনব মজুমদার
                              
(স্টেপ বাই স্টেপ)
তোকে খুঁজে পেলাম ফেসবুকে
বিস্তৃত জানলাম শাদি ডট কমে
আয় দুটো কথা বলি চ্যাটরুমে
পারিশ্রমিক পার এন্যাম কত
প্রতি বছর বাড়বে তো?
আমি চাই শেডান কার
আর বাড়ি ভিলার মত--
বাড়ির ইএম আই,গাড়ির ই এম আই
অবশ্য আমিও সাথ দেব,
আগামী জীবন মধুময় হবে
এই সম্ভাবনায় এগোব
সমঝোতা করে
সাথে সাথেই থাকবো জানেমন
লেট আস ষ্টার্ট নতুন জীবন.........
                                      
                                 ( রি-ইউনিয়ন)
                                          (১)
রাজা-বাদশা রা চান করে নাকি?
বডি স্প্রে ছিটিয়ে শুদ্ধ হয়
ইস্তিরি করা জামাকাপড় কেরানী বাবুর জন্যে
কোচকানো শার্ট প্যান্ট
কেয়ার ফ্রি'র আভাস দেয়
না বলতে জানেই না
সব কিছুতেই হ্যা বলে দেয়
ভাবে পৃথিবীর সবকিছুই সুন্দর হয়


দুরন্ত অথচ অমলিন বয়ঃসন্ধিক্ষণ.........
                                          (২)
অফিস থেকেই ফিরেই আদরটাদর
ঝটপট ডিনার শেষ
টি ভি সিরিয়াল পড়ে থাক
বম্বে ডাইং এর চাদর জুড়ে শুধুই আশ্লেষ


" ও আমার মন মানে না
দেরী আর সয় না"


দিওয়ানা---জাষ্ট ম্যারেড.........
                                          (৩)
কত বসম্ত---শুধু বসন্ত কেন
শীত, গ্রীষ্ম,্বর্ষা কেটে গেল
ফিকে হয়ে গেছে অনুরাগ
কাটাকুটি খেলায় যদি ঘর ভেঙে যায়?
আসছে রি-ইউনিয়নের ডাক


আজ সব মিথ্যে ঢাকা থাক


সুইটি 'বিবাহবার্ষিকী' তুই বেঁচে থাক...........