তিন ভুবনের বাংলা কবিতা
লিখেছিলেন যে কবি,
তার পদচিহ্ন পড়ে আছে একা--
একদিন সৃজন উত্সবে পৃথার জন্যে প্রত্নকথন
আজ খাঁড়ির জলে যেন সমুদ্রমীন--
দিনরাত্রির সংলাপ
যেন বনজ ঘোড়ার পায়ের শব্দ
ইঙ্গিতে জানায় অস্থির দোলনকাল--
নির্বাচিত কবিতায় মনোনীত কবি
হেঁটে যান উপদ্রুত বসন্তে--
অন্ধকারের আলপথ পেরোনো
মানুষের কথাই শোনা যায়
তার সপ্রতিভ উচ্চারণে--
খা খা দুপুরের ব্রাহ্মক্ষণে
সত্যি কবিতা এখন স্থির নির্বাসনে.........