( সবাই দৌড়চ্ছে কেন? নীচে দেখুন পাঠক কারা দৌড়চ্ছে আর কোথায় )


পাখিরা ভারি অবলা!বিশেষ করে নারীপাখিরা!পুরুষ পাখিরা ভারি বজ্জাত--রেগে গেলে ঠুকরে দেয়!মানুষের সামনে কিন্তু উভয়েই অসহায়!মানুষ নিমেষে পাখির গলার নলি কেটে ফেলে--পাখি পা দাপায়--শুধু কি তাই মানুষ মাংসটা টুকরো টুকরো করে কখনো পুড়িয়ে কখনো মশলা মাখিয়ে প্লেটে সাজিয়ে দেয়--
মরে যেতে যেতে পাখিগুলো শূণ্যে লিখে যায়--একদিন তোরাও হিংসার শিকার হবি--তাই তো হচ্ছে আজকাল--নিরাপত্তাকর্মীর হাতে উগ্রবাদী--উগ্রবাদীর হাতে
সাদামাটা মানুষ --সাদামাটা মানুষের হাতে আবার সেই পাখি--গাছপালা তো কবে থেকেই কেটে কেটে সাফ--গাছপালা আর পাখি--শেষমেষ একটা মানুষও বাঁচবে না--বিশ্বদেওয়ালে লেখা থাকবে--' খুন কা বদলা খুন'.........


ছোট,বড়,মাঝারি সব মানুষ দৌড়োচ্ছে ধূসর পৃথিবীর দিকে--------------
এই সুন্দর পৃথিবীতে একটু বাঁচতে দাও এই আকুতি নিয়ে.....................