( কয়েকদিন আগে বাল্যবন্ধু শ্রী অসীম ভৌমিক আমাকে একটা কাব্যগ্রন্থ দেয়--
'ঝরাপাতা'-- লেখিকা অকাল প্রয়াত কঁল্পনা বসু ভৌমিক আমার বাল্যবান্ধবী এবং
বাল্যবন্ধুপত্নী--এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকা সত্ত্বেও তার শিক্ষকতায়
আন্তরিক প্রয়াস, সদাহাস্যময় মুখটি আজো চোখে ভাসে--তার সুপ্ত কাব্যপ্রতিভার
প্রকাশ দেখে আপ্লুত হলাম--আজ দেবীপক্ষের শুভারম্ভের দিনে তার কাব্যগ্রন্থের
একটা কবিতা উপস্থাপন করলাম......)


                                      (পদক্ষেপ)
                                  কল্পনা বসু ভৌমিক


আমার পদক্ষেপ
ধীর,
তুমি চল
ধূমকেতুর গতিতে!
আমি
চ-ল-তে চ-ল-তে
থামি!
তুমি
হাঁট
অলসতা ঝেড়ে ফেলে!
আমি
সবুজ ক্ষেতের
শিষে
আমার স্বপ্নকে
বেঁধে রেখে
তোমাতেই হই
স্থিতি!
সবুজ ক্ষেত ছেড়ে
দূরে, ব-হু-দূ-রে
তোমার দুচোখের
বিস্তৃতি!
আমার
দুচোখের তারায়
উজ্জ্বলতা,
তোমার দৃষ্টিতে
জাগে গভীরতা!
আমি
কল্পনার জগতে
জীবনের ছবি আঁকি,
তাই
সে জীবন
বড় অবসাদ,বড় দুর্বল!
তুমি
অনুক্ষণ
বাস্তবের মুখোমুখি,
তাই
তুমি
সংগ্রামী জীবনের
অনুগামী!



বিশেষঃ আসুন আমরা সবাই দেবীর কাছে তাঁর আত্মার শান্তিকামনা করি!