( প্রথম কবিতাটা দৈনন্দিন কড়চা--দ্বিতীয়টা কি? জানলে শূন্যস্থানে বসিয়ে নিন)


(রবিবারের ছুটি)


গিন্নি গজগজ করছিল
কাজের মেয়েটা আজ আসেনি
রবিবারের সকালটা
মাঠে মারা গেল--
অনভ্যাসের কাজ করতে করতে
দুপুর গড়িয়ে এলো--
পরের দিন সকালে মেয়েটা আসতেই
মালকিন এর হম্বিতম্বি--
জলভরা চোখে সে বুঝে নিলো
রবিবারের ছুটি
গরীবের জন্য নয়............
                                       (গা ছমছম করা----)
সতত মুখর--
বাড়িতে,অফিসে,সমাজে,
হাটেবাজারে,কাব্য-কবিতায়--
একদিন চুপ হয়ে গেল--
বুঝলাম--যখন শব্দ ফুরিয়ে যায়
তখনই আসে গা ছমছম করা--------