(আজ মহাষষ্ঠীর দিনে আসরের সব কবিবন্ধুকে শারদশুভেচ্ছা)


(কাল পঞ্চমীর দিনে দুর্গাঠাকুর  দেখতে বেরিয়ে কি কি দেখলাম ----আর শুনলাম)


প্রথম মন্ডপে--
মা যেন স্নিগ্ধ কিশোরী
আহা!মুখটা মিষ্টি ভারি


দ্বিতীয় মন্ডপে--
মা যেন সদ্যযুবতী
চোখময় যৌবনের দ্যুতি


মুখে বিজয়ীনির হাসি নিয়ে
আয়ুধশোভিত দশহাত বাড়িয়ে
এই প্রবাসে--মঞ্জুভাষে
মা যেন ডাকছেন--
' আয় রে বাছা কাছে আয়
মন্দ যে শেষ--আর কাকে ভয়?'
                                
                                           (ক্রমশঃ)