(মহাসপ্তমীর পর মহাঅষ্টমী সাথে জলদি আসা মহানবমীর দিনে কি কি দেখলাম--আর বিজয়াদশমীর বিদায়বেলায় কি বুঝলাম.........)


পঞ্চম পুজামন্ডপে---
মা যেন অবহেলাভারে অবনত
সন্তান শত শত
মাকে একা ফেলে
বিচিত্র অনুষ্ঠানের আবহে উন্মত্ত--
ভাবখানা যেন  
ঘর আগলে বসে থাকো
আমরা এখন মস্তিখোর মানুষের মত--


আবার সেই পাড়ার পুজামন্ডপে.........
মা আজ ভারি জাগ্রত
ঘন আবহের ঘোরে
সারা মন্ডপ আচ্ছাদিত--
মহাঅষ্টমীর অঞ্জলির প্রারম্ভে
মাতব্বরের
ঘোষনা--
একই বার ফুল বেলপাতা পাবে
আর তাতেই তিনবারের অঞ্জলি দেওয়া যাবে
কেন?
মহামহিম বলেছেন দেশকে স্বচ্ছ রাখতে হবে--
একটু পরেই
পন্ডিতমশাই এর উদাত্ত কন্ঠের শ্লোক--
যেন গায়ে কাঁটা দিয়ে
উচ্চারিত হলো মাতৃবন্দনা--


প্রতিবছর মাকে সাজাই চালাঘরে
ব্যবসায়ী ভাবছে
এই তো সময়
দু পয়সা আসবে ঘরে--
বাচ্চা বুড়ো সবাই খুশী
এমনকি মন্দিরের বাচ্চা ভিখিরিটাও
আজকে এক মহান ওকে
একশ টাকার নোট দিয়েছেন--


মন্ডপের বাইরে সারি সারি স্টলের সামনে দাঁড়িয়ে
ওর লোলুপ চোখ ভাবছে
মোগলাই পরোটা, ভেজিটেবিল চপ,ফিশফ্রাই
আজ ও সবকিছু খাবে
লোকেরা যতই খারাপ হোক
মা দুগগা যেন প্রতিবারই আসেন.........
                                  (ক্রমশঃ)


বিশেষ--কাল সমাপ্তি পর্ব!





-