(অনুলেখা স্মরণে)
বান্ধব ঈশ্বর
প্রনব মজুমদার


লালনীল রক্তের স্রোত
রক্তময় অন্ধকার,
বেরোবার সব রাস্তা বন্ধ--
কান ঝালাপালা করে দিচ্ছে
এক অবিরাম ঘন্টাধ্বনি--
তবে কি প্রেতপুরী?
স্বপ্নাদ্য বালুতটে নিয়ে যাবে বলে
এ আমায় কোথায় আনলে প্রিয়তমা অনুলেখা?


দুর থেকে ভেসে আসে
প্রিয় নারীর চেনা স্বর--
হে আমার বান্ধব ঈশ্বর
ডুবে যেও না--সাবধান
তুমি আমার হৃদয়ে সাগরে ভাসমান