(একরোখা)
সে অনেক কিছু পারে
কিন্তু
অনেক কিছু যে পারে না
এটা
মানতে চায় না----
কখনো শার্টের হাতা গুটিয়ে
কখনো কোমরে আঁচল গুজে
ঠায় দাঁড়িয়ে
একরোখা----------যৌবন
                                       (মনপিয়া)
জানালা--ইশারায় কাছে ডাকে
দরজা---চোখ কটমট করে
ভাবছি
কোন পথে যাই মনপিয়ার ঘরে?
                                      (অকাল বিধবা)
সাদা থান যেন জ্যোত্স্নায় ধোয়া
আঁচলে বাঁধা ঘন কুয়াশা
ওপরে দরাজ আকাশ
পায়ের তলায় ঝুরো মাটি
অকাল বিধবার
'কি বা দিন কি বা রাত্রি'......