' বাজ ও তিতির--একসাথে বৃক্ষশাখায়--বসন্তের অপেক্ষায়'
সেডান কারের ষ্টিরিও তে বাজছে
আর কি আশ্চর্য!
তার সাথে সুর মিলিয়ে বস্তির ছেলেমেয়েরা গাইছে
" বসন্ত এসে গেছে"--
আজ--চাল ডাল তেল নুন নেই
কাল ছেলের চাকরি নেই,
পরশু মেয়ের জন্যে যোগ্য পাত্র নেই
শুধু নেই নেই --আমাদের জীবনের চরম সত্যি--
শীত গ্রীষ্ম বর্ষার মত শত বিরূপতা নয়
' এই 'ভ্যালেন্টাইন ডে' তথা 'ক্ষনিক বসন্ত'
হোক না এক ছটাক মিথ্যে
তবুও আমাদের ভীষণ প্রিয়--
আচ্ছা সত্যি কি বসন্ত এসে গেছে?
কেউ বললো কানে কানে
বসন্ত আছে সবসময় মনে মনে
শুধু দেখার মত চোখ আর অনুভবী মন চাই


গোলাপ হাতে নিয়ে খুঁজছি সেই মন ভ্যালেন্টাইন ডে'র আঙিনায়......