(১)
সমালোচক বললেন--আমার অভ্যাস বিরোধাভাস আর কম কথা বলা
কবি বললেন---আমার সতত মিঠে প্রকাশ আর দরাজ কথামালা
জনপ্রিয়তা--প্রথম জনের  ছিটেফোঁটা অন্যজনের আদিগন্ত
পাঠক বললেন--প্রথমজন কাঠখোট্টা রোদ্দুর আর অন্যজন মধুর বসন্ত......
                                       (২)
হাসি,কাঁদি,নাচি,গাই সংসারের আঙিনায়
খুটিনাটি নাড়িচাড়ি বিপরীত ভাবনায়
পূর্ণচ্ছেদ হওয়া অবধি একই সংশয়
কোনটা নিজের আর কোনটা নিজের নয়.........
                                       (৩)
কাঁটাতারের কি সাধ্য ভাষাকে দু টুকরো করে
যেখানেই যাই যতদূরেই যাই
একুশে ফেব্রুয়ারি আমাদের অন্তর জুড়ে......