(দহন)
দাউ দাউ আগুন জ্বলে
আর নিভেও যায়
পড়ে থাকে ছাই
কি আশ্চর্য!
একটু আগেও
শুয়েছিলাম আমি পোষাক ছাড়াই......
                                           (ত্রাণ)
দিনভর জপতপ, তুলসীমঞ্চে ধূপকাঠি
সংসারকে প্রশংসায় মাপি--
ভাবছি
কবে স্থির হয়ে বসবো
বুকে চেপে ধরে সমস্ত ব্যথা,
' তোকে মুক্তি দিলাম'
বলবেন মহান পরিত্রাতা......
                                           (অভিমান)
হাড়গোড়ের শরীর লাবণ্য নেই
গড়িয়ে গড়িয়ে ঘুরে বেড়াই
জলে ভাসাও কিম্বা আগুনে পোড়াও
মুখে রা'টি নেই
দেখ বেঁচে থাকবো ভালোবাসা ছাড়াই.........
















কৃতজ্ঞতা--প্রিয় কবি  জয়  গোস্বামীর কাব্যধারার ছায়ায় রচিত।