(দীর্ঘজীবি)
প্রচার একধরণের পাগলামি আর তা শুনে মেনে নেওয়াও তাই
প্রতারনা এক অপরাধ আর তাতে সমর্থনও তাই
নাম লুকানো একটা বদঅভ্যাস আর তাতে সহযোগিতাও তাই
সবজান্তা ভাব একটা অহঙ্কার আর তাতে তাল দেওয়াও তাই
শুধু কাব্য আর ভালোমানুষি এসব দোষে দোষী নয়
এসো একটু থিতু হয়ে বসি
আর একটা দীর্ঘজীবি কবিতা লিখি............
                                        (মেকআপ)
কবিতার গভীরে জাল ফেলি--উঠে আসে কঠিন শব্দআঁশ যুক্ত এক মহাকাতলা ভাব
আঁশ ছাড়িয়ে নুনতেল মাখিয়ে জোরালো মন্তব্যের আগুনে ফ্রাই করে পরিবেশন করি--সবাই বাহ বাহ করে ওঠে--পরের দিন সকালে কমোড এ বসতেই.........
ভাবছি যদি কুচো মাছের ঝোলভাবসম্পন্ন কবিতা চাখতাম তাহলে হয়তো জিভে
স্বাদ লেগে থাকতো অনেকদিন............
                                      (বাদরামি)
একদল মানুষ জটলা করছিল--এ বলে 'আমাকে দেখুন' ও বলে 'আমাকে'--
সবাই সবাইকে 'সাধু! সাধু!' করছিল--দূর থেকে একদল পশু অবাক হয়ে মানুষদের এই বাদরামি দেখছিল--পশুদের দিক থেকে বেফাস কথার টুকরো ভেসে এলো. 'সব শালা শুয়োরের বাচ্চা'............
                                     (ইতর)
আচ্ছা আমরা এত জানি এত বুঝি তবুও নিজেকে জানতে কেন দেরী হয়ে যায়?
জানতে জানতে বুঝতে পারি--ধীরে ধীরে ইতর হয়ে যাচ্ছি---------
হয়তো আগামী প্রজন্ম বলবে--
এই ইতর টা একদিন মানুষ ছিল............



বিশেষ--গদ্য কবিতায় স্যাটায়ার আজকালের জনপ্রিয় ট্রেন্ড--এটা সেরকম একটা
প্রয়াসমাত্র--প্রথম কবিতাটা প্রিয় কবি শ্রীজাত এর ছায়ায় রচিত।