ভালোবাসা রাজনীতি বোঝে না
ঝাপিয়ে পড়তে জানে


দূর্বাঘাস বড় সহনশীল
নিস্পেষনেও বেঁচে থাকে


পাখিরা নির্ভার
প্রাপ্তির কথা না ভেবেই উড়ান ভরে


না দেখেও বোঝা যায়
বাতাস জানিয়ে দেয়


ঢেউ বোঝে যাই-যাই নদী
আর আসি-আসি তীরের সহজাত আলাপ


অক্ষরগুলো যখন অবগুন্ঠন সরিয়ে দেয়
এক লাবণ্যময়ী কবিতার জন্ম হয়


জীবনের শেষ স্টেশন শ্মশান
সবাই জানে তবুও অযথা হয়রান