এমনি এমনি পাওয়া
আর কষ্ট করে পাওয়ার মধ্যে বিস্তর ফারাক
একটা উপহার আনন্দ বিলোয় আর একটা আশীর্বাদ ধন্য করে দেয়


শুধু বয়স নয় সময় আমাদের স্বভাব বদলায়
ও ঘাসফড়িং, ও প্রজাপতি-"ভো কাট্টা তোদের ভালোবাসা"
এমনকি সদ্যযুবতীর চাউনিও আজ আমার প্রিয় নয়


একটা ফুল ঝরে গেলে যতটা শব্দ হয়
তার চেয়েও কম শব্দ করে একটা জীবন চলে যায়
সারাজীবনের হৈ-হুল্লোড়,নাচ-গান,মান-অভিমান মাটিতে লুটোয়


আপনি গদ্য লেখেন বুঝি দুনিয়াকে ভালো করে বোঝেন
আমি কাব্য লিখি
মায়াবী চোখে রঙীন ভুবনকে দেখি আর ছবি আঁকি


লোকটা একা একা হাঁটছে আর বিড়বিড় করছে
যখনই কেউ একা
তার সাথে হাঁটে হারানো অতীত আর ঝাপানো বর্তমান