কথা বলতে চাই
শব্দগুলো ভাঙা দাত এর ফাঁক দিয়ে
অপাঙ্গ মানুষের মত গড়িয়ে পড়ে--
গান গাইতে চাই
সুরগুলো ভেঙে ভেঙে
অসুর হয়ে যায়--
দুচোখ ভরে দেখতে চাই
অনাহুত চোখের রোগের জন্য
দর্শণ ঝাপসা দেখায়--
ভালোবাসায় আপ্লুত হতে চাই
অথচ সবাই আমাকে এড়িয়ে যায়--


কি ভাবছো বেঁচে আছি নাকি ভেন্টিলেশনে আছি?


আসলে এই বর্তমানটাই আমার সব
জানি------
একটাই জন্ম আর একটাই মৃত্যু
পরজন্ম বলে কিছু নেই,
এই জীবনের ব্যাপ্তির মধ্যেই সব প্রাপ্তি


শুধু একটাই ইচ্ছা
বেঁচে থাকার না দেখা মাধুর্য আপাদমস্তক দেখে যেতে চাই...........