(রাস্তা)
এ রাস্তা কোথায় যায়?
জনান্তিকে পথিক শুধায়--
রাস্তার স্বগতোক্তি
আমার নেই কোন যাওয়া আসা
শুধু তোমার জন্য হে পথিক
এইরকম বুক পেতে পড়ে থাকা,
আমার মাথা মিশেছে পাদপদ্মে
পা রাখা সংসারে--
ভেবে নাও কোথায় যাবে
ভাবের না স্বভাবের ঘরে?
তোমার জন্যে হে পথিক
যুগান্তধরে............
                                           (রাজা)
পথের মাঝে ছদ্মবেশী
প্রশ্ন করি কে তুমি?
উত্তরে গর্জন বেশী
আমি তোদের দন্ডপানি
চিনতে পারিসনি?
আকাশ চিরে বিদ্যুত্--
চেঁচিয়ে ওঠেন কালপুরুষ
মিথ্যা মিথ্যা মিথ্যা
যমই একমাত্র রাজা
বাকি সব প্রজা--বাকি সব প্রজা......
                                         (কবিতা)
পিতৃকুল খুব গরীব
মাতৃকুল তথৈবচ--
না আছে কোন প্রিয়া
না আছে মান-অভিমান,
শুধু তুমি আছো বলেই কবিতা
প্রত্যহই উত্সব--অষ্টপ্রহর আনন্দ,
কিছু না পেয়েও কন্ঠে ভরা
ভালোবাসার গান............



বিশেষ--আমার প্রিয় বন্ধুর অনুরোধে পুরনো কবিতা 'ট্রিলজি' হিসাবে নিবেদন করলাম।